One afternoon! Shibli and Sumi.(এক পড়ন্ত বিকাল! শিবলী এবং সুমী।)

1st Tale story of One Afternoon!  Shibli and Sumi📖


 Shibli is very excited since morning. I have to meet Sumi today. I talked to Sumi two days ago. Shibli insisted that I meet you today. Sumi said - come today or two days later, that day I will have an office of day. Come to the railgate at three in the afternoon. I didn't talk to Sumi for two days in the middle. Shibli was in a state of limbo. The day Sumi will meet at all. Because their identity is a few days. It is unusual to meet with little identity. Even then, relying on Sumi's promise, Shibli arrived at the appointed place fifteen minutes before the appointed time!  

("এক পড়ন্ত বিকাল! শিবলী এবং সুমী "গল্পে ১ম কাহিনী.....

  সকাল থেকেই শিবলী খুব একসাইটেড। আজ সুমীর সাথে দেখা করার কথা। দু'দিন আগেও সুমীর সাথে কথা হয়েছিল । শিবলী তাকে জোর করেই বলেছিল আজ আমি তোমার সাথে দেখা করবো। সুমী বলেছিল - আজ না দু'দিন পরে আস, সেদিন আমার অফিস অফ ডে থাকবে। বিকেল তিনটায় রেলগেট এসো।  মাঝখানে দু'দিন সুমীর সাথে আর কথা হয়নি। শিবলী দোদুল্যমান অবস্থায় ছিলো। আদৌও সুমী কি দেখা করবে সে দিন। কারন তাদের পরিচয় অল্প কয়েকদিনের। সল্প পরিচয়ে দেখা হওয়াটা অস্বাভাবিক ব্যাপ। তারপরও সুমীর দেওয়া প্রতিশ্রুতির উপর ভর করে শিবলী নির্ধারিত স্থানে নির্দিষ্ট সময়ের পনর মিনিট আগেই পৌঁছল।)

One afternoon! Shibli and Sumi.(এক পড়ন্ত বিকাল! শিবলী এবং সুমী।)
One afternoon! Shibli and Sumi.(এক পড়ন্ত বিকাল! শিবলী এবং সুমী।) 

2nd Tale Story of One Afternoon!  Shibli and Sumi📖

It's a quarter to three in the afternoon. Still no news! See you at all. Shibli sat down in a tea shop and started destroying one cigarette after another and decided in her mind to call Sumi at three o'clock and say- I have come as per your schedule. I left waiting! All the rest of the speculation is over and a message is real in just two and a half minutes! In Sumi's massage! Wrote- are you coming? Shibli wrote in reply- Yes! After a while Shibli called and said- I am waiting for you at the rail gate! Sumi said- you wait I am coming! Wait! The wait - in our estimation, many days - is like a nightmare! Especially if the person waiting is someone to feel good! Every second seems like every hour! I think I've been waiting for eternity! Sumi finally came after forty-five minutes, ending the wait! In fact, Sumi had doubts about Shibli's arrival! So it is too late to be ready to get the news of Shibli's arrival.

 ("এক পড়ন্ত বিকাল! শিবলী এবং সুমী "গল্পে ২য় কাহিনী.....

      বিকেল পৌনে তিনটা বাজে । তখনও কোন সংবাদ পায়নি। আদৌও দেখা হবে কিনা।  শিবলী একটা চায়ের দোকানে বসে একটার পর একটা সিগারেট ধ্বংস করতে লাগলো আর মনে মনে স্থির করলো ঠিক তিনটায় সুমীকে ফোন করে বলবে- তোমার দেওয়া সময় মতো আমি এসেছিলাম।  অপেক্ষায় থেকে চলে গেলাম। অবশেষ সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ঠিক দুইটা পঞ্চান্ন মিনিটে একটা ম্যাসেজ আসল।  সুমীর ম্যাসেজে।  লিখেছে- তুমি কি আসছো ? শিবলী প্রতি উত্তরে লিখলো- হ্যাঁ।  কিছুক্ষণ পর শিবলী ফোন করলো বললো- আমি তোমার জন্য রেলগেট অপেক্ষা করছি।  সুমী বললো- তুমি অপেক্ষা করো আমি আসছ। অপেক্ষা।  অপেক্ষা শব্দ যে কতটা বিরক্তিকর সেই জানে যে কোনদিন এই পরিস্থিতিতে পরে। বিশেষ করে অপেক্ষার মানুষটি যদি হয় ভাল লাগার কেউ। প্রতিটি সেকেন্ড মনে হয় প্রতিটি ঘন্টা। মনে হয় অনন্তকাল যাবত অপেক্ষা করছ। অবশেষে প্রতীক্ষার অবসান ঘটিয়ে পঁয়তাল্লিশ মিনিট পর সুমী আসলো। আসলে সুমীর মনেও সংশয় ছিলো শিবলীর আসা নিয়ে। তাই শিবলীর আসার সংবাদ পেয়ে রেডী হতে হতে দেরী হয়ে যায়।) 



👉 3rd tale story of One Afternoon!  Shibli and Sumi📖

     Poush's falling afternoon! Sweet sunshine! A woman who has just finished bathing is coming forward! He looked very fresh and smooth! Magical look! Especially his two eyes have the power to attract anyone! Shibli's eyes are stuck on that beautiful lady! Sumi wants to match his imagination in his mind! When Sumi was sitting in the rickshaw and looking left and right, Shibli realizes that this is the woman who is waiting! He hurried to the rickshaw and said - is it so late? I've been waiting for you for about an hour! Let's go somewhere! Sumi said - where to go? Shibli replied- I don't know exactly, let's go to a place where we can sit and talk in solitude! Sumi said let's go to Jamuna Future Park!

      Two people sitting face to face in a coffee shop! Sumi is silent, talking less! Seeing the complete opposite Sumi! Shibli can not reconcile the account! There is a big difference between Sumi seeing a picture in a short time and Sumi sitting in front of him in reality! Shibli is more attractive than the one whose picture has been in his mind for so long! There was a gray sari! The name is just cosmetics on the face! The hair has a silky look! All in all, he looked amazing! Sumi was not talking! He looked at the buildings lined up outside the glass wall with expressionless eyes! Sumi could not speak with an open mind! Maybe hesitation, doubt was working in his mind! Because Shibli is not his former acquaintance! Just a short day introduction! And this is the first time they met! What happened that you are not talking? Sumi Swambit got back to Shibli's words! He said- what shall I say? What do you want to know? Is it very important to know?

 ("এক পড়ন্ত বিকাল! শিবলী এবং সুমী "গল্পে ৩য় কাহিনী.....

  পৌষের পড়ন্ত বিকাল। মিষ্টি রোদের আমেজ।  সদ্য স্নান সম্পন্না এক রমণী এগিয়ে আসছে সামনের দিকে। তাকে খুব সতেজ ও স্নিগ্ধ লাগছিল। মায়াবী চেহারা। বিশেষ করে তাঁর চোঁখ দুটি যে কাউকে আকৃষ্ট করার ক্ষমতা রাখে। শিবলীর চোঁখ আটকে যায় ওই অপরূপা রমণীর দিকে। মনে মনে মিলাতে চায় তাঁর কল্পনার সুমীকে। যখন সুমী রিক্সায় বসে ডানে বায়ে তাকাচ্ছিল তখন শিবলী বুঝতে পারে এই সেই রমণী যার অপেক্ষায়। সে দ্রুত পায়ে রিক্সার কাছে এসে বললো - এতো দেরী হলো ? আমি প্রায় এক ঘন্টা যাবৎ তোমার অপেক্ষায়। চলো কোথাও যাওয়া যাক। সুমী বললো - কোথায় যাব ? উত্তরে শিবলী বললো- আমি তো ঠিক জানি না, যেখানে বসে একটু নিরিবিলি কথা বলা যায় সেখানে চলো। সুমী বললো যমুনা ফিউচার পার্কে যাওয়া যাক। 

      একটা কফি শপে সামনাসামনি দু'জন বসা। সুমী নিশ্চুপ, কথা বলছে কম। সম্পূর্ণ বিপরীত এক সুমীকে দেখছে।  হিসাব মিলাতে পারছে না শিবলী। স্বল্প দিনের পরিচয়ে ছবির দেখা সুমী আর বাস্তবে তাঁর সামনে বসা সুমী অনেক পার্থক্য শিবলী মনের মধ্যে যার ছবি এতোদিন একেছিলো তাঁর চাইতে সে আরও বেশী আকর্ষণীয়া।  ধূসর রংগের শাড়ী পড়েছিল। মুখে নাম মাত্র প্রসাধনী চুলগুলো সেম্পু করা সিল্কি ভাব আছে। সবকিছু মিলিয়ে অপরূপা লাগছিল তাকে। সুমী কথা বলছিলো না। ভাবলেশহীন দৃষ্টিতে তাকিয়েছিল কাঁচ ঘেরা দেওয়ালের বাহিরে সারিবদ্ধ দালানগুলোর দিকে। মন খুলে কথা বলতে পারছিল না সুমী। হয়তো দ্বিধা, সংশয় কাজ করছিলো তাঁর মনের মধ্যে। করারই কথা কারণ, শিবলী তাঁর পূর্ব পরিচিত কেউ না। মাত্র স্বল্প দিনের পরিচয়। আর তাদের এটাই প্রথম দেখা।  কি হলো কথা বলছো না যে ? সুমী স্বম্বিৎ ফিরে পেল শিবলীর কথায়। বললো- কি বলবো ? কি জানতে চাও ? জানাটা কি খুব জরুরী ?)


👉 4th tale story of One Afternoon!  Shibli and Sumi📖

Shibli was thinking about Sumi while sipping a cup of coffee! Sumi likes him! He doesn't even know when it was accumulated in love behind feeling good! Why he feels good, loves, finds his secret and realizes that his appearance is not the main thing! A beautiful mind lives in him! Where there is no self-esteem, no filth! She loves poetry, trees, nature! The minds of those who are endowed with all these qualities are always pure and pure, which inspires them to feel good, to love! He is very personable and outspoken! One day he was talking about it - look, Shibli, in my relationship with you, I don't want any responsibility, no accountability! From the day I think our relationship will not go any further, I will not hesitate to end our relationship! Which attracts more Shibli! 

 ("এক পড়ন্ত বিকাল! শিবলী এবং সুমী "গল্পে ৪র্থ কাহিনী.....

কফির কাপে চুমুক দিতে দিতে শিবলী ভাবছিল সুমীর কথ। সুমীকে তার ভাল লাগে। ভাল লাগার অন্তরালে কখন যে তা ভালবাসায় পুঞ্জীভূত হয়েছিল সে নিজেও বুঝতে পারে না। কেন ভাল লাগে, ভালবাসে, তার রহস্য খুঁজতে গিয়ে উপলব্ধি করতে পারে যে তার বাহ্যিক রূপটা মুখ্য নয়।  তাঁর মাঝে সুন্দর একটা মন বাস করে। যেখানে কোন আত্নগরিমা, কোন পঙ্কিলতা নেই। সে ভালবাসে কবিতা, গাছ, প্রকৃতিকে। যারা এই সব গুনে গুণান্বিত তাদের মন সবসময় নির্মল ও পবিত্র থাকে যা কিনা উদ্ভুদ্ধ করে ভাল লাগতে, ভালবাসতে। সে খুব ব্যক্তিত্বসম্পন্না এবং স্পষ্টবাদী। একদিন কথা প্রসঙ্গে বলছিল- দেখ শিবলী তোমার সাথে আমার যে সম্পর্ক আমি চাই না তাতে কোন দায়বদ্ধতা, জবাবদিহীতা থাকুক। যেদিন ভাববো আমাদের সম্পর্ক আর বেশী দূর আগানো ঠিক হবে না, সেদিন থেকেই আমি আমাদের সম্পর্কের সমাপ্তি টানতে দ্বিধা করবো না। যা কিনা আরো বেশী আকৃষ্ট করে শিবলীকে।) 



5th tale story of One Afternoon!  Shibli and Sumi📖

Time flows like a river. The current of time flows away from Shibli's life for a while. Many storms blow over lif. A distance is created with Sumi as he manages to overcome himself. In this short time many things turn upside down. Even people close to him One day he slowly moves away. Like Sumi also wraps herself up. She has no contact with Shibli.

    Sumi had a lawyer friend named Tapan who once became a close friend of Shibli. Sumi, Reshma (Sumi's girlfriend), Shibli and Tapan developed a good relationship with each other. They used to meet every weekend at a restaurant in Uttara. Eating. 

 ("এক পড়ন্ত বিকাল! শিবলী এবং সুমী "গল্পে ৫ম কাহিনী ..... 

নদীর মতো সময়ও বহমান।  এই বহমান সময়ের স্রোতের টানে শিবলীর জীবন থেকে কিছুটা সময় পেরিয়ে যায়।  জীবনের উপর দিয়ে বয়ে যায় অনেক ঝড়ঝঞ্জা।  নিজেকে সামলিয়ে উঠতে উঠতে সুমীর সাথেও একটা দূরত্ব সৃষ্টি হয়। এই সংক্ষিপ্ত সময়ের ব্যবধানে অনেক কিছুই ওলটপালট হয়ে যা। একান্ত কাছের মানুষগুলোও একদিন ধীরে ধীরে দূরে সরে যা। যেমন সুমীও একসময় নিজেকে গুটিয়ে ফেলে। কোন যোগাযোগ রাখে না শিবলীর সাথে।

    তপন নামে সুমীর এক উকিল বন্ধু ছিল। যে কিনা একসময় শিবলীরও ঘনিষ্ট বন্ধু হয়ে যায়। সুমী, রেশমা (সুমীর বান্ধবী), শিবলী ও তপন এই চারজনের মধ্যে একে অপরের সাথে ভালো সম্পর্ক গড়ে উঠে। প্রত্যেক উইকেন্ডে একত্রিত হতো উত্তরার কোন রেস্টুরেন্টে। চলত আড্ডাবাজি আর খাওয়া-দাওয়া)


Last tale story of One Afternoon!  Shibli and Sumi📖

They were having a good day. One day Shibli found out that Tapan loves Sumi and is mad to marry him. Everyone in the circle of friends knew about his love. Sumi couldn't talk about love in Gahin because her friend whom she loves even though she is one sided but still her conscience did not allow her.  Love words remain unspoken. However Shibli asked Sumi about it one day, Sumi replied - Look what I want or what I want I can't find anything in her. It can never be. But yes, as a good friend. Shibli is relieved to hear the answer and keeps the words to herself.

    Gradually the days go by, in the meantime Shibli has overcome all the adversities. But haven't you forgotten Sumi yet? Shibli can't be right in the pursuit of emptiness because it hasn't been said yet - "Sumi loves you so much". Messenger knocked.

- Are you all right?

He replied - Hmm

Shibli said - I am happy to know,

Sumi said - to be good. Everything। 

Shibli said - I haven't seen you for a long time, it will be about a year and a half

He replied - Hmm

- Don't come north?

He said - no

Shibli said - Are you married?

Sumi said - I did it,

After hearing the word "I did", Shibli felt that the ground under his feet was slowly moving away. He stared at the writing floating on the screen for a while.

    Is there just happiness in success? There is no happiness in failure? There is happiness in the midst of failure. That happiness is eternal. The latent love of the mind is bound in the temple of the mind. He who knows how to love, does not know how to say love, there is no such loser in this world !!


---------------------- Finished ------------------------

("এক পড়ন্ত বিকাল! শিবলী এবং সুমী "গল্পে শেষ কাহিনী.....

 ভালোই দিন কাটছিলো ওদের। একদিন শিবলী জানতে পারলো তপন সুমীকে ভালোবাসে এবং তাঁকে বিয়ে করার জন্য পাগতাঁর ভালবাসার কথা বন্ধু মহলে সবাই জানত। কেউ আবার ওকালতিও করতো সুমীর কাছে, তপনের ভালবাসাকে প্রতিষ্ঠিত করার জন্য কিন্তূ সুমী সবসময় নির্লিপ্ত থেকেছে এই ব্যাপারে। তাই শিবলীর মনের গহীনে বাসা বাঁধা ভালবাসার কথা বলতে পারেনি সুমীকে। কারন বন্ধু যাকে ভালবাসে যদিও বা একতরফা তারপরও নিজের বিবেক সায় দেয়নি। ভালবাসার কথা অব্যক্তই থেকে যায়। অবশ্য শিবলী একদিন সুমীকে এ ব্যাপারে জিজ্ঞাসা করেছিল, উত্তরে সুমী বলেছিলো - দেখ শিবলী আমি যা চাই বা যে রকমটা চাই তার কোন কিছুই খুঁজে পাই না তার মধ্যে। এটা কখনো হতে পারে না। তবে হ্যাঁ বন্ধু হিসাবে ভালো।  উত্তর শুনার পর শিবলী স্বস্তিবোধ করে এবং কথাগুলো নিজের মধ্যেই সীমাব্ধ রাখে। 

    ক্রমে ক্রমে দিন অতিবাহিত হতে থাকে, এরই মধ্যে শিবলী সব প্রতিকূলতাকে সম্বরন করে ফেলে।  ইদানিং বুকের মধ্যে শুন্যতা ভর করে প্রকট ভাবে। মানসপটে সুমীর মুখখানা বার বার ভেসে উঠে । কেন এমন হয় ? তবে কি এখনো সুমীকে ভুলতে পারেনি। শুন্যতার তাড়নায় শিবলী ঠিক থাকতে পারে না। কারন এখনো বলা হয়নি- "সুমী তোমাকে অনেক ভালবাসি"। অবশেষ একদিন তপনের সাথে যোগাযোগ করলো সুমীর খবর নেওয়ার জন্য। ও বলল - জানিনা, খবর রাখি না। অগত্যা একদিন শিবলী ম্যাসেঞ্জারে নক করলো। 

- ভালো আছো তুমি ?

উত্তরে বলল - হুম 

শিবলী বলল - খুশী হলাম জেনে, 

সুমী বলল - ভালো থাকার জন্যই তো . সবকিছু। 

শিবলী বলল - অনেকদিন দেখিনা তোমাকে, প্রায় দেড় বছর হবে 

উত্তরে বলল - হুম 

- উত্তরার দিকে আর আসো না ? 

ও বলল - নাহ্ 

শিবলী বলল - বিয়ে করেছো ? 

সুমী বলল - করে ফেললাম, 

"করে ফেললাম" শব্দটা শুনার পর শিবলীর মনে হলো তার পায়ের নিচের মাটি সরে যাচ্ছে ক্রম। কিছুটা সময় নির্বাক চোঁখে তাকিয়ে রইলো স্ক্রিনে ভেসে উঠা লিখাটার দিকে। তারপর একসময় বলল - দাম্পত্য জীবনে সুখী হও, এই কামনা।

    শুধু কি সাফল্যতায় সুখ আছে ? ব্যর্থতায় সুখ নাই ? ব্যর্থতার মাঝে ও সুখ আছে। সেই সুখ অনন্ত।  থাকনা মনের সুপ্ত ভালোবাসা মনমন্দিরে আবদ্যে। ভালোবাসতে জানে, ভালোবাসি বলতে জানে না, তার মতো অভাগা এ পৃথিবীতে নেই।


---------------------- সমাপ্ত -------------------------

Comments