ভুতুড়ে বাড়ি (১পর্ব) Haunted house (Episode 1)

প্রথম পর্ব

আমার ছোটবেলার বন্ধু ফাহিম আসার কথা ছিলো কিন্ত কোন একটা কারন বশতো আসতে পারে নি।

ওর একটা চিঠি পেয়েছি কিছুদিন আগে চিঠিটা শুধু অনুরোধে ভরা।

ভুতুড়ে বাড়ি  (১পর্ব) Haunted house  (Episode 1)
ভুতুড়ে বাড়ি  (১পর্ব) Haunted house  (Episode 1)


ফাহিম লিখেছে সে নাকি ভিষন অসুস্ত।

ভীষন কষ্ট পাচ্ছে শারীরিক ও মানসিক রোগে।যার জন্য ও আমাকে বারবার অনুরোধ করছে ওর বাড়িতে গিয়ে কয়েক সপ্তাহ থাকার জন্য।আর আমি গেলে নাকি ওর শারীরিক ও মানসিক দুটো রোগই নাকি খানিক টা উপশম হবে।তাছাড়া আরো লিখেছে আমি গেলে নাকি ওর মনও ভালো হয়ে যাবে।ওর চিঠিটা পড়ে আমি আমার একমাত্র বন্ধুর অনুরোধ টা না রেখে পারলাম না।

মনে মনে নিজেকে প্রস্তুত করলাম ওর বাড়িতে যাবার জন্য।

আমি রওয়ানা হলাম সেদিনটা ছিলো শরৎকালের একটা ক্লান্তিকর নিস্তেজ আবহাওয়ার দিন।

চারিদিকের সবকিছু চুপচাপ যেনো

আকাশ থেকে নিচের দিকে নেমে

আসতে চাইছে শান্তশিষ্ট মেঘগুলো।

এইরকম একটা পরিবেশের মধ্য দিয়ে আমি ঘোড়ার পিঠে চেপে নির্জন পায়ে চলা রাস্তা দিয়ে এগিয়ে চললাম।যেতে যেতে রাতের অন্ধকার টা ক্রমশই গাড়ো হতে লাগলো।

ফাহিমের বাড়িটা আমার গন্তব্যস্তল ছিলো।

আমার বন্ধু ফাহিমের বাড়িটার দিকে তাকিয়েই মন টা দুঃখে ভরে উঠলো বেশ খানিক টা যাবার পর।

বাড়িটার চারিপাশের জায়গাশুলো ভালোভাবে দেখতে লাগলাম যেতে যেতে।দেখলাম বাড়ির দেয়ালগুলো একেবারে বিবর্ণ ফ্যাকাশে আর জানালাগুলোও ফাঁকা ফাঁকা মলিন হয়ে আছে।তাছাড়া দেখলাম নলগড়ার জঙ্গল আর কিছু মৃত গাছের গুড়ি।

মনের মধ্যে অদ্ভুত একটা অনুভুতি এলো।মনে হলো পৃথিবীর অন্যকোন

জায়গার সঙ্গে এই জায়গার কোন তুলোনা করা যায় না কারন এই জায়গায় যেনো একটু অন্যরকম।

আমি আমার মনের থেকে এইসব আজেবাজে চিন্তাগুলি ঝেড়েমুছে ফেলে দিয়ে আমি ভাবতে লাগলাম

হঠাৎ আমি কেনো এইসব ভাবছি ফাহিমের বাড়িটার সম্পর্কে????

তবে মনে হলো কোন আলৌকিক শক্তি আমার মনটাকে এভাবে আছন্ন করে তুলেছে।

আমার মনটা চলে গেলো একটা আবছা কল্পনায়।

এতো ভেবেও এই রহস্যের কোন সমাধানই এখনো করতে পারলাম না।

আমি এগুতে লাগলাম নানান কথা ভাবতে ভাবতে।হঠাৎ বাড়িটার সামনে গিয়ে কালচে মত যে খালটা

বয়ে গেছে দেখতে পেলাম।


( My childhood friend Fahim was supposed to come but for some reason could not come.

I received a letter from him a few days ago. The letter was just filled with requests.

Fahim wrote that he is very ill. He is suffering from physical and mental illness. For which he is repeatedly requesting me to go to his house and stay for a few weeks. And if I go, both his physical and mental illnesses will be cured. If he goes, his mind will also get better. After reading his letter, I couldn't help but leave the request of my only friend.

I prepared myself to go to his house.

The day I set off was a tiringly dull autumn day.

Don't let everything around you be quiet

Down from the sky

The calm clouds want to come.

Through such an environment, I rode on horseback and walked on the lonely road. As I went, the darkness of the night gradually became dark.

Fahim's house was my destination.

Looking at my friend Fahim's house, my mind was filled with sorrow after leaving for a while.

I took a good look at the places around the house as I walked. I saw the walls of the house were completely pale and the windows were dirty. Besides, I saw the jungle of Nalgarh and some dead tree trunks.

A strange feeling came into my mind. I felt like someone else in the world

There is no comparison between this place and this place because it is a little different.

I wiped these nonsense from my mind and started thinking

Why am I suddenly thinking about Fahim's house ????

However, it seems that some supernatural force has overwhelmed my mind in this way.

My mind went to a vague imagination.

Even after thinking so much, I have not been able to solve this mystery yet.

I started to think about various things. Suddenly I went to the front of the house and saw that the canal was dark.

I saw it flow.

চলবে..…..................


Comments