Why soldiers keep their hair trim the bowl or short?→কেনো সৈন্যদের চুল বাটি ছাঁটা বা ছোট রাখা হয়?

🌍 The hair of the soldiers was kept short and the bowls were trimmed Why is it given, now the soldiers themselves may not know the exact reason Especially male soldiers.
(সৈন্যদের চুল ছোট রাখা হয়, বাটি ছাঁটা দেয়া হয় ৷ কেন দেয়া হয়, এখন সৈন্যরা নিজেরাই হয়তো সঠিক কারণটি জানে না ৷ বিশেষ করে পুরুষ সৈন্যদের।)

Soldier

Because, why a work was started, people observed it at a time without question Or any other reason as the answer Much of history has been lost in this way. A new need arose.
(কারণ, একটি কাজ কেন শুরু হয়েছিল, পালন করতে করতে একটা সময়ে প্রশ্ন ছাড়াই পালন করে লোকে ৷ অথবা অন্য কোনো কারণকে উত্তর হিসাবে দাঁড় করায় ৷ ইতিহাসের অনেক কিছুই এমন করে হারিয়ে গেছে আড়ালে । নতুন করে তার একটি প্রয়োজন দাঁড় করায়।)

🌈 Interestingly, I have seen people think and ask people in the military, most of them think that hair is kept short for cleanliness.
(মজার হলো, লোকে ভাবে এবং সামরিক বাহিনীর লোকদের জিজ্ঞাস করে দেখেছি, বেশিভাগের ধারণা যে, পরিষ্কার পরিচ্ছন্নতার জন্যে চুল ছোট রাখে।)

As soon as they read the headline, many people will jump up and say, "Hey, we know this!" Even in the military, some of the patrols are answered! It is said that you have to take less care of your hair, keep your head cool, wear a helmet, dry your hair quickly when it gets wet, all such nonsense answers.
(অনেকে হেডিং পড়া মাত্রই হাতি ঘোড়া মারার বিদ্যা নিয়ে তেড়ে এসে বলবে - আরে এ তো আমরা জানি ! এমনকি সামরিক বাহিনীতেও কিছু জোড়াতালির উত্তর দাঁড় করানো হয় ! বলা হয় - চুলের যত্ন কম নিতে হয়, মাথা ঠাণ্ডা থাকে, হেলমেট পরতে হয়, চুল ভিজলে তাড়াতাড়ি শুকায়, এমন সব হাবিজাবি উত্তর দেয়।)

A lot of things like this are actually lost for the exact reason it started, but later the work is complied with by the people and another reason for it.
(এরকম অনেক কিছুই আসলে ঠিক যে কারনে শুরু হয়, সেটা হারিয়ে যায়, কিন্তু কাজটি মেনে চলে লোকে এবং তার অন্য আরেকটি কারণ দাঁড় করায় পরে।) 

As the buttons of the girls' shirts are on the left side, the buttons of the boys are on the right. There is another small pocket inside the pocket of the jeans pants. There are so many things that people still adhere to.
(যেমন মেয়েদের শার্টের বোতাম বাম পাশে থাকে, ছেলেদের ডানে । জিন্স প্যান্টের পকেটের ভেতর আরেকটি ছোট পকেট থাকে । এইরকম অনেক কিছুই আছে লোকে এখনো মেনে চলে ।)

I will make the answer very short why the soldiers keep their hair short.
(সৈন্যরা চুল কেনো ছোট রাখে উত্তরটাও খুব ছোট করে দেব।)

It was first introduced by the Romans two thousand years ago. Much of civilization is thus derived from the Romans.
(এটি রোমানরা দুই হাজার বছর আগে চালু করেছিল প্রথম । সভ্যতার অনেক কিছুই এমন করে রোমানদের থেকে পাওয়া।)

Historians have found that this was done to create a kind of group psychological effect among the soldiers. And that is unity.
(ইতিহাসের গবেষকরা এ নিয়ে গবেষণা করে দেখেছে যে - সৈন্যদের মাঝে এক ধরণের Group Psychological এফেক্ট তৈরি করতে এটা করা হতো ৷ আর সেটা হলো unity বা একতা।)

When one considers oneself a part of a group, one is motivated to make a kind of sacrifice, one is motivated, one is encouraged, one is energized, and even madness grows. The same kind of clothing, the same kind of physical impression of the soldiers creates a subconscious impression of a kind of unity among themselves.
(কেউ যখন নিজেকে একটি গ্রূপের পার্ট বা অংশ মনে করে, তখন তার মধ্যে একধরণের উৎসর্গ করবার প্রেরণা আসে, প্রেরণা পায়, উৎসাহ পায়, শক্তি পায়, এমনকি পাগলামিও বেড়ে যায় ৷ সৈন্যদের একই ধরণের পোশাক, একই ধরণের ফিজিক্যাল ইম্প্রেশন নিজেদের মধ্যে এক ধরণের একতার সাবকনশাস ইম্প্রেশন তৈরি করে।)

He should have appeared on the ground wearing the same clothes earlier.
(যুদ্ধে একই পোশাকও তখন যুদ্ধের ময়দানে নিজেদের চিনতেও সাহায্য করতো।)

The psychological effect I talked about was the beginning, the beginning of which was later used on other institutions as well. For example: school dress. Another reason for school dress, though, is to give everyone an environmental effect to think on the same level.
(সাইকোলজিক্যাল এফেক্টের যে কথা বললাম, সেটাই ছিল শুরু, সেই শুরুটা অন্য ইনস্টিটিউশনের উপরেও ব্যবহার করা হয়েছে পরে ৷ যেমন : স্কুল ড্রেস ৷ যদিও স্কুল ড্রেসের অন্য কারণ, সবাইকে একই লেভেলের ভাবাতে একটি এনভায়রনমেন্টাল ইফেক্ট দেয়া।)

🎓 Another reason to keep hair short was in Roman times Then there would be conflict, in the face-to-face battle, if the hair grows long, it becomes a weak place Anyone can be easily overwhelmed by throwing someone off a horse or holding their hair in front! Long hair causes reverse damage.
(রোমানদের সময়ে চুল ছোট রাখার আরেকটি কারণ ছিল ৷ তখন দ্বন্দ্ব যুদ্ধ হতো, মুখোমুখি যুদ্ধে চুল লম্বা হলে একটি দূর্বল জায়গা হয়ে দাঁড়ায় ৷ ঘোড়া থেকে কেউ'কে ফেলে দেবার জন্যে কিংবা সম্মুখ সমরে চুল ধরলে সহজেই যে কেউকে কাবু করা যায় ! লম্বা চুল উল্টো ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।)

Comments