বিবাহের পূর্বেই প্রেগন্যান্ট!😵 আসলেই কি??? (Pregnant before marriage! Really???😵)
বিবাহের পূর্বেই প্রেগন্যান্ট!😵
আসলেই কি???
(Pregnant before marriage!
Really???😵)
👉It is often seen that the period of unmarried girls has stopped. When I went to the doctor, the doctor told me to get a pregnancy test. In this case, at first the patient's people may say that the patient is unmarried. Not married yet, the doctor will insist on how the baby will be, then bring the test first, then I will see the patient, otherwise I will not see. The patient will be tested. This time the patient was found to be positive for pregnancy test. The people of the house are surprised, the patient is unconscious.😰 (অনেক সময় দেখা যায় অবিবাহিত মেয়েদের পিরিয়ড বন্ধ হয়ে গেছে। ডাক্তারের কাছে গেলে ডাক্তার বললো প্রেগনেন্সি টেস্ট করে নিয়ে আসুন । এমতাবস্থায় প্রথমে হয়তো রোগীর লোক বলবে রোগী অবিবাহিত। এখনও বিয়ে হয়নি, বাচ্চা কিভাবে হবে ডাক্তার তখন জোর দিয়ে বলবে আগে টেস্ট করে নিয়ে আসুন তারপর রোগী দেখবো, না হলে দেখবোনা। রোগী যাবে টেস্ট করাতে। এবার দেখা গেলো রোগী প্রেগনেন্সি টেস্ট পজেটিভ। বাড়ির লোক অবাক, রোগী অজ্ঞান।😰)
👉Then the patient will have a normal speech,
I did nothing. According to the patient, where did the baby come from?
The patient will cry to the doctor and say, believe me doctor I did nothing. I don't know where the baby came from. (তখন স্বাভাবিক ভাবেই রোগীর বক্তব্য থাকবে,
আমি কিছু করিনি। রোগীর লোকের বক্তব্য, কিছু করিসনি তো বাচ্চা কোথা থেকে এলো।
ডাক্তারের কাছে রোগী কাঁদতে কাঁদতে বলবে, বিশ্বাস করেন ডাক্তার সাহেব আমি কিছুই করিনি। বাচ্চা কোথা থেকে এলো আমি জানিনা।)
👉If the patient is a believer in the gene, he will say that it is the child of the gene, but the miracle of the doctor is still left. The doctor will then take the help of ultrasonography. (রোগীর লোক যদি জীন বিশ্বাসী হয় তবে বলে দেবে জীনের বাচ্চা ওটা কিন্তু ডাক্তারের কেরামতি এখনও বাকি আছে।ডাক্তার তখন আলট্রাসনোগ্রাফির সাহায্য নেবে।)
👉Ultrasonography will show that the patient is not pregnant. The patient has no fetus in the lower abdomen.
Now the question is why the patient did not have a baby in her womb but the pregnancy test came positive.
The strip with which it is tested is not actually a baby detector. (আলট্রাসনোগ্রাফিতে দেখা যাবে রোগী প্রেগনেন্ট না। রোগীর তল পেটে কোন ফেটাস নেই।
এখন প্রশ্ন হচ্ছে রোগীর পেটে বাচ্চা নেই কিন্তু প্রেগনেন্সি টেস্ট পজেটিভ আসলো কেন।
এটা যে স্ট্রিপ দিয়ে টেস্ট করা হয় সেই স্ট্রিপ আসলে বাচ্চা ডিটেকটর না।)
👉When a woman conceives a baby, within 7 days a hormone called human chorionic gonadotropin (HCG) is released from the body which is excreted through urine. The hormone is mainly used to protect the syncytiotrophoblast (part of the placenta).
But this same hormone can also be secreted by many tumors such as: Seminoma, choriocarcinoma, germ cell tumors, hydatidiform mole formation, teratoma with elements of choriocarcinoma, and islet cell tumor. Then the pregnancy test will show positive.
In such a situation, many people choose to commit suicide first. Be sure before committing suicide or anything else. Beware of yourself and the people around you. Then maybe a soul can live. 💐 (একজন মহিলা যখন বাচ্চা কনসিভ করে তার ৬ দিনের মধ্যে human chorionic gonadotropin (HCG) নামক একটি হরমোন নিঃসৃত হয় দেহ থেকে যা ইউরিন এর মাধ্যনে দেহ থেকে বের হয়। হরমনটি মূলত syncytiotrophoblast (প্লাসেন্টা অংশ) রক্ষার কাজে ব্যবহৃত হয়।
কিন্তু এই একই হরমোন অনেক টিউমার যেমন : Seminoma, choriocarcinoma, germ cell tumors, hydatidiform mole formation, teratoma with elements of choriocarcinoma, and islet cell tumor এর কারণেও নি:সৃত হতে পারে। তখন তো প্রেগনেন্সি টেস্ট পজেটিভ দেখাবে।
এইরকম পরিস্থিতিতে প্রথমেই অনেকে আত্মহত্যার পথ বেছে নেয়। আত্মহত্যা করা বা অন্য কিছু ঘটানোর আগে সিউর হোন। আপনি নিজে সতর্ক হোন আর আশেপাশের মানুষকেও সতর্ক করুন। তাহলে হয়তো একটা প্রাণ বাঁচতে পারে। 💐💐)
Comments
Post a Comment