-মুড_সুইং_কি??? →Mood_swing_what ???

 -মুড_সুইং_কি???

→Mood_swing_what ???



এমন খুব কম সংখ্যক ছেলে আছে যারা মেয়েদের মুড সুইং এর ব্যাপারে জানে অথবা জেনেও গুরুত্ব দেয় না! আগে না বুঝলেও এখন বুঝতে পারছি এই ব্যাপারটা একটা অভিশাপ। আপনি যদি কখনো দেখেন আপনার মা, বোন, বান্ধবী, প্রেমিকা, স্ত্রী কিংবা কন্যা অকারনে ইমোশনাল হচ্ছে, অযথা রাগ করছে, কাঁদছে, চিৎকার করছে, ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে তখন প্লিজ তাদের প্রতি সহানুভূতিশীল হোন!



→There are very few boys who know or don't care about girls' mood swings! Although I did not understand before, now I understand that this matter is a curse. If you ever see your mother, sister, girlfriend, girlfriend, wife or daughter getting emotionally angry, unnecessarily angry, crying, screaming, getting frustrated then please be sympathetic to them!


 কারন হরমোনাল ইমব্যালেন্স, মেন্সট্রুয়াল সাইকেল সহ বিভিন্ন কারণে বেশিরভাগ মেয়ে মুড সুইং এ ভুগে। হঠাৎ হঠাৎ তাদের বিহেভ পাল্টে যায়। ওভার রিঅ্যাক্ট করে। আমরা মেয়েটাকে সাইকো বলি। কিন্তু মেয়েটা আসলে সাইকো না। আবেগ, মায়া মমতায় ভরা একটা মানুষ সে। মুড সুইং-এ ভুগা মেয়েগুলো পৃথিবীর সবচেয়ে অসহায় প্রাণী। ওরা নিজের সাথে যুদ্ধ করে আপনার আমার সাথে নরমাল বিহেভ করতে চায়। কিন্তু তা মাঝেমধ্যে পেরে উঠেনা। ওভার রিঅ্যাক্ট করে ফেলে। ওরা ইচ্ছা করে এমনটা করেনা। ওদের শরীরে বিভিন্ন প্রকার হরমোনের প্রভাবে ওরা এমন করে। হয়তো সে নিজেও জানে না কিভাবে নিজের মুড সুইং কে হ্যান্ডেল করতে হয়...... 


→Because most of the girls suffer from mood swings due to various reasons including hormonal imbalance, menstrual cycle. Suddenly their behavior changed. Over reacts. We call the girl psycho. But the girl is not a psycho. He is a man full of passion and love. Girls who suffer from mood swings are the most helpless animals in the world. They want to fight with you and treat you normally. But sometimes it does not happen. Over reacts. They don't do it on purpose. They do this under the influence of different types of hormones in their body. Maybe he doesn't even know how to handle his mood swings ......


ওদের এই মুড সুইং টা বেশিভাগ ক্ষেত্রে তার প্রিয় মানুষগুলার সাথে হয়। এই দেখছেন ও খুব হাসি খুশিই আছে কিন্তু হঠাৎ খেয়াল করে দেখলেন সে অন্যরকম বিহেভ করছে। হতে পারে সে আপনার কাছ থেকে মনে মনে কিছু চাইতেছে, কিন্তু সেটা প্রকাশ করতে পারছেনা, ও চায় আপনি বুঝুন তাকে কিন্তু যখন দেখে তার কাছের প্রিয় মানুষটা তার চাওয়াটা পূরণ করবে তো দূরে থাক বুঝতেই পারেনি সে কি চায় তখন সে নিজেকে কন্ট্রোল করতে পারে না, সেই আশা পূরণ না হওয়ার কারণে নিমিষেই সে পাল্টে যায়। করে ফেলে আপনার সাথে ওভার রিঅ্যাক্ট। আবার কিছুক্ষণ পরেই সে ঠিক হয়ে যায় কিন্তু আপনি তার মুড সুইং এর ব্যাপারটা ধরতে পারেন নি বলে তার সঙ্গে তাল মিলিয়ে আপনিও করে ফেলেন মিসবিহেভ কিংবা তাকে এড়িয়ে চলেন এতে করে সেই মুড সুইং হওয়া মেয়েটি আস্তে আস্তে সবার থেকে গুটিয়ে নেয় নিজেকে। 


→Their mood swings are mostly with their favorite people. He is happy to see this and smiles a lot but suddenly he noticed that he was behaving differently. Maybe he wants something from you in his mind, but he can't express it, he wants you to understand him but when he sees his loved one will fulfill his desire, stay away, he doesn't understand what he wants, he can't control himself, that He changed in an instant because his hopes were not fulfilled. Overreacts with you. After a while he recovers but you can't catch his mood swing so you either misbehave with him or avoid him. By doing this the girl who is in a mood swing slowly withdraws herself from everyone.



💖তাদের কে ন্যাকা, এইমলেস বলে রূঢ় আচরণ না করে বরং এমন একজন হোন যার কাঁধে মাথা রেখে কাঁদা যায়! যার কাছে মন খুলে কিছু কথা বলা যায়! যখন ওদের সবকিছু ভুল মনে হতে থাকে,,, নিজেকেই নিজের আর সহ্য না হয়,,, সবকিছু অর্থহীন মনে হতে থাকে,,, তখন চিৎকার করে কাঁদতে ইচ্ছা করে; বিশ্বাস করেন,, ঐ মুহূর্তে স্রেফ একজন শোনার মানুষের দরকার হয়,,যে কিনা খুব মনোযোগ দিয়ে ভীষণ অগোছালো আর অর্থহীন কথা গুলো ধৈর্য নিয়ে শুনবে"💝 


→💖Don't be rude to them, be a girl, but be someone who can cry with her head on her shoulder! Who can open their minds to say something! When everything seems wrong to them, they can't stand themselves anymore, everything seems meaningless, they want to scream and cry; Believe me, at that moment, all you need is a listening person, who will listen very patiently to very messy and meaningless words with great attention. "💝


Comments