As many questions about crying.( কান্না নিয়ে যত প্রশ্ন)
Cry!What is cry? There is a lot of speculation about this.(কান্না!কান্না কি? অনেক জল্পনা কল্পনা আছে এ নিয়ে।)
A Girl |
Boys don't cry, girls cry more, holding back tears means being mentally tough or the information below is so many myths. This article will focus on crying as much as possible. Let's start with the types.(ছেলেদের কাঁদতে নেই, মেয়েদের কান্না বেশি, কান্না আটকে রাখা মানে মানসিক ভাবে শক্ত বা নিচের ওই তথ্য ইত্যাদি কত মিথই আছে। এই লেখাতে যতটুকু পারা যায় কান্না নিয়ে গবেষণা করা হবে। শুরু করা যাক প্রকারভেদ নিয়ে।)
Types of crying: There are basically three types of crying. E.g.
A) Basal Tears
B) Irritant Tears
C) Emotional Tears. (কান্নার প্রকারভেদঃ কান্না মূলত তিন প্রকার। যথা-
ক) Basal Tears
খ) Irritant Tears
গ) Emotional Tears)
Basal: The tears that help keep the eyes moist. The eyes are constantly floating in the water for this type of crying. It can be said that it is a basic cry. This is not exactly what is meant by crying. It is an eye lubricant.
Irritant: Tears came when I went to cut onions? Why? Onions please? Certainly not. This type of crying is created as a basic defense system of the eye. When something goes wrong in the eyes, these tears take away that problem. If something goes in your eyes, rub your eyes to bring these tears. I named it defensive crying.( Basal: যে চোখের জল চোখকে আদ্র রাখতে সাহায্য করে। চোখ সারাক্ষন জলে ভেসে থাকে এই কান্নার প্রকারের জন্যই। বলা যায় এটা ব্যাসিক কান্না। কান্না বলতে যা বোঝায় এটা ঠিক তা নয়। এটা হলো চোখের লুব্রিক্যান্ট।
Irritant: পেয়াজ কাটতে গিয়ে চোখে জল এসেছে? কেনো? পেয়াজের প্রতি দয়া করে? নিশ্চয় না। চোখের ব্যাসিক প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে এই কান্নার প্রকার তৈরি। চোখে উল্টাপাল্টা কিছু হলেই এই চোখের জল সেই ঝামেলা ভাসিয়ে নিয়ে যায়। চোখে কিছু গেলে চোখ কচলান এই চোখের জল কে ডেকে আনতেই। প্রতিরক্ষামূলক কান্না নাম দিলাম একে।)
Emotional: This time our client has been found. This is the real cry. What causes people to cry? What is the benefit of shedding tears when you are sad? He spoke in the next paragraph.( Emotional: এইবার আমাদের মক্কেল কে পাওয়া গেছে। আসল যে কান্না বোঝানো হয় এটাই সেই কান্না। কি কারণে কাঁদে মানুষ? দুঃখ পেলে চোখের জল ফেলে লাভ কি? সে কথা পরের প্যারাতে।)
Why people cry: Simply put, people cry to control their deep emotions. So much emotion is harmful to his brain. As a result, he cries and takes out some water, nutrients etc. He reboots the brain. A bigger reason for this is the desire to empathize. Basically people get sympathy when they cry, it controls emotions. The reason for the emotional cries to improve themselves by giving each other sympathy as social creatures.(মানুষ কেনো কাঁদেঃ সহজ কথায় বলতে গেলে মানুষ কাঁদে তার গভীর আবেগ কে নিয়ন্ত্রণ করতে। এতো আবেগ তার মস্তিষ্কের জন্য ক্ষতিকর। ফলে কান্নাকাটি করে কিছু পানি, নিউট্রিয়েন্ট ইত্যাদি বের করে সে মস্তিষ্ককে রিবুট করে নেয়। এর আরো বড় একটি কারণ হচ্ছে সহানুভূতি পাওয়ার ইচ্ছে। মূলত মানুষ কাঁদে সিমপ্যাথি পাওয়ার জন্য, এতে আবেগ নিয়ন্ত্রণ হয়। সামাজিক জীব হিসেবে একে অপরকে সিমপ্যাথি প্রদান করে নিজেদের উন্নতি সাধন করার ইমোশনাল কান্নার কারণ।)
Is crying just human property ঃ not at all. Other animals also cry, but not in pain like us, to keep their eyes moist like crocodiles, cows, cats, dogs. If you think your pet cat is crying when it hears you go wrong. The only person who owns emotional tears. There is no other creature with such passion.(কান্না কি শুধু মানুষের সম্পত্তিঃ মোটেই না। অন্যান্য প্রানীও কাঁদে, কিন্তু আমাদের মতো কষ্ট পেয়ে নয়, তাদের চোখকে আদ্র রাখতে যেমন কুমির, গরু, বিড়াল, কুকুর। আপনি যদি ভেবে থাকেন আপনার পোষ্য বিড়াল আপনার বকা শুনে কাঁদছে তাহলে ভুল ভাবছেন। একমাত্র মানুষই ইমোশনাল কান্নার মালিক। অত্ত আবেগ অন্য প্রানীর নাই।)
Why tears are salty: Simply put, there is some salt in tears, almost all body fluids contain salt. So there are tears. We have all more or less tested the tears, really salty!(কান্না লবণাক্ত কেনোঃ সহজ কথা, চোখের জলে কিছুটা লবণ পাওয়া যায়, শরীরের প্রায় সকল ফ্লুইডে লবণ থাকেই। তাই চোখের জলেও আছে। আমরা কম বেশি সকলেই চোখের জল টেস্ট করে দেখেছি, আসলেই নোনতা!)
Girls cry more than boys - it's true! Girls cry about 80% more than boys. Probably a factor as to why they're doing so poorly is that the tears are more common in girls than in boys. That's why there is nothing to scold if you cry more as a boy. Rather your mind will remain clear.(মেয়েরা ছেলেদের থেকে বেশি কাঁদেঃ কথা সত্য! মেয়েরা প্রায় ৬০% বেশি কাঁদে ছেলেদের থেকে। এর সম্ভাব্য কারণ হতে পারে চোখের জলে থাকা উপাদান মেয়েদের ক্ষেত্রে বেশি, এছাড়া ছেলেদের কান্নার থলির আকার মেয়েদের থেকে কম। তাই বলে ছেলে হয়ে বেশি কাঁদলে তিরষ্কার করার কিছু নেই। বরং আপনার মন পরিষ্কার থাকবে।)
Uncontrolled crying: If you have no time, no untimely crying, there is a possibility that you are suffering from pathological crying disease. A neurological disease, just like uncontrolled laughter.(অনিয়ন্ত্রিত কান্নাঃ আপনার যদি সময় নেই অসময় নেই কান্না আসতেই থাকে তবে সম্ভাবনা আছে আপনি প্যাথোলজিক্যাল ক্রাইং রোগে আক্রান্ত। একটি নিউরোলোজিক্যাল রোগ, অনিয়ন্ত্রিত হাসির মতোই।এক্ষেত্রে ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত, কে চায় সারাক্ষণ কাঁদতে?)
Last but not least, take a look at the picture below. This is a complete myth. The right eye has nothing to do with the left eye cry. It is normal for the water to flow on the side where the bag is full first. It has nothing to do with emotional state. Check the source if you want.(সর্বশেষ কিছু কথাঃ নিচের ছবিটি খেয়াল করুন হয়তো দেখে থাকবেন প্রায়ই। এটি সম্পূর্ণ মিথ। ডান চোখ বাম চোখের কান্না বলে কিছু নেই। যেদিকের থলি আগে পূর্ণ হবে সেদিকের জলই আগে গড়িয়ে পড়বে এটাই স্বাভাবিকতা। এর সাথে ইমোশনাল অবস্থার সম্পর্ক নেই। চাইলে সোর্স চেক করুন।)
Thanks everyone.(ধন্যবাদ সকলকে।)
Comments
Post a Comment